বগুড়ায় পুলিশ হেফাজতে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন
কড়া পুলিশি পাহারায় বগুড়ার শাজাহানপুরে পুলিশ হেফাজতে নিহত বিএনপি নেতা মাসুদুল হক পিন্টুর (৫০) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আছর শাবরুল আস্তান শরীফ দাখিল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত। পরে শাবরুল মণ্ডলপাড়া গ্রামে পারিবারিক তার দাফন সম্পন্ন হয়।
জানাজায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল, উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার, আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিগন উপস্থিত ছিলেন।
নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তদন্তপূর্বক ঘটনার সত্যতা প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিচার দাবী করেন দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এরআগে সকাল থেকেই শাবরুল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। কড়া পুলিশ পাহারায় বাদ আছর দাফন সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নিহত বিএনপি নেতা পিন্টুর স্ত্রী খায়রুন নেসা জানান, বাথরুমে গোসল করা অবস্থায় পুলিশ বাড়িতে ঢুকে পিন্টুকে টেনে হিঁচড়ে ও বন্দুকের বাট দিয়ে মারপিট করে। এভাবে টানা-হেঁচড়া ও মারপিট করতে করতে পিন্টুকে নিয়ে যায় পুলিশ।
নিহত পিন্টুর মা পিয়ারা বেওয়া জানান, পুকুর নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালীদের ইন্ধনে পুলিশ পিন্টুকে মেরে ফেলেছে। মঙ্গলবার রাতে শাজাহানপুর থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলামকে মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কি মামলা হতে পারে? বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান নিজে লাশের সুরতহাল করেছেন। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে মারপিটের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাছাড়া হার্ট অ্যাটাকেই পিন্টুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকগণ ডেথ সার্টিফিকেটে উল্লেখ করেছেন।
No comments:
Post a Comment