সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের পথ চলা

Breaking News

Monday, December 4, 2017

চকরিয়ায় একই পরিবারের ৩ বোনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা, ১জন গ্রেফতার

চকরিয়ায় একই পরিবারের ৩ বোনকে কুপিয়ে
জখমের ঘটনায় মামলা, ১জন গ্রেফতার
চকরিয়া অফিস:
চকরিয়ায় পূর্বশত্রুতার জের ধরে স্কুল ও মাদরাসা ছাত্রী দুই বোনসহ একই পরিবারের ৩ বোনকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। এমনকি পুলিশ মামলায় অভিযুক্ত শাহিদা আক্তার পাখি (৩৫) নামে ১জন আসামীকে গ্রেফতার করেছে। শাহিদা পৌরসভার ফুলতলা গ্রামের মনজুর আলমের স্ত্রী। গতকাল ৪ ডিসেম্বর বিকেলে পৌর এলাকায় এ অভিযান চালায়। 
মামলার বাদী মৌলানা আবদুল হামিদ নুরী জানিয়েছেন, তিনি পৌরসভা ৪নং ওয়ার্ডের হাসপাতাল পাড়ার নিজ বাড়ি হতে শ^াশুর বাড়ি ভেওলা সিকদারপাড়ায় বেড়াতে গেলে গত ২ ডিসেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে জমি বিরোধের পূর্বশক্রতাকে কেন্দ্র করে পূর্বে থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসী লোকজন ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বাদীর স্ত্রী তথা নুরুল কবিরের মেয়ে হুরে জন্নাত রুমি (২২), বাদীর শ্যালিকা পূর্ববড়ভেলা সিকদারপাড়া মাদরাসার দাখিল পরীক্ষার্থী নাসরিন সুলতানা বিউটি (১৭) ও শ্যালিকা চকরিয়া গ্রামার স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী মেহেদী নাসরিন মিশু (১৪)কে প্রাণে হত্যার চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করে করে। হামলাকারীরা ২ ভরি ৮ আনা ওজনের ১লাখ ৩ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও মালামাল লুট এবং ব্যাপক ভাংচুর চালায়। আহত তিন বোন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমনকি ঘটনার দিন আহতদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফের হামলা চালায়। ঘটনাস্থলে থানা উপপরিদর্শক অপু বড়–য়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এদিকে আবদুল হামিদ নুরী বাদী হয়ে দায়ের করা মামলায় আসামী করা হয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী পূর্ববড়ভেওলা সিকদারপাড়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার পুত্র জহির আহমদ, তার স্ত্রী সেতারা বেগম, মাসুক আহমদের পুত্র শহিদুল ইসলাম, আবুল কালামের স্ত্রী শাহান আরা বেগম, নাছির উদ্দিন প্রকাশ পুতুইক্যার স্ত্রী শাহজান বেগম, জহির আহমদের মেয়ে ইয়াছমিন আক্তার ও ভাড়াটিয়া আরো ৫/৬জনকে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ৩ বোনকে কুপিয়ে জখমের ঘটনায় লিখিত অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে এবং ঘটনা সম্পৃক্ত শাহিদা আক্তার পাখিকে ধৃত করা হয়েছে। মামলাটি এসআই অপু বড়–য়া তদন্ত করছেন। অপরাপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

No comments:

Post a Comment